দক্ষিণ আফ্রিকায় উত্তর লিম্পোপো প্রদেশে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন ও জরুরি চিকিৎসা সংস্থা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাখাদো শহর থেকে যাত্রীদের নিয়ে ভেম্বে জেলায় যাচ্ছিল বাসটি। দুর্ঘটনার পর বাসটি ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। রাস্তার ধারে তিনজনকে এবং ১৬ জনকে নদীর তীরে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।