ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
ডিএমপি জানায়, বুধবার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণখান থানাধীন কসাইবাড়ী রেলগেট এলাকা থেকে আসামি শরীফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।