রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা-পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণখান থানার আশিয়ান সিটির মেইন গেটের সামনে থেকে মো. বাবু ও মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় দক্ষিণখান থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেট কারের মাধ্যমে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।
দক্ষিণখান থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।