পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও থানাধীন সাতরাস্তা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. সিরাজ তালুকদার, মো. জাহাঙ্গীর ও শামীম হাসান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ভুক্তভোগীর ছেলেকে উচ্চশিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে ২৬ লাখ টাকা নেন আসামিরা। পরবর্তী সময়ে ভুক্তভোগী সেই টাকা ফেরত চাইতে গেলে ৯২ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে বাড়ি লিখে দিতে বলা হয়।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভুক্তভোগীকে জোর করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন তিন আসামি ও তাঁদের সহযোগীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।