রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ১৪০ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালু মিয়া।
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞা ডিএমপি নিউজকে জানান, তেজগাঁওয়ের মিনি ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করছে, এমন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে সঙ্গীয় ফোর্সসহ সুকৌশলে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। ওই সময় কাভার্ড ভ্যানের ড্রাইভার সালুকে গ্রেপ্তার করা হয়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত হওয়ায় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।