রাজধানীর তেজগাঁওয়ে মঙ্গলবার বিএসটিআইকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সকাল ১০টার দিকে যৌথ এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ও ৪১ ধারায় অপরাধ করার দায়ে জড়িত প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি মামলাও করা হয়।