রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর আজকের পত্রিকার।
মোহনগঞ্জ ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার। শাহজাহান শিকদার বলেন, ‘আনুমানিক ভোর ৫টায় তেজগাঁও রেলওয়ে স্টেশনে অগ্নিসন্ত্রাসীরা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দেয়। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুটি বগিতে সার্চ করা হচ্ছে। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট পুলিশ প্রোটেকশনে কাজ করে ৬টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করে।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেত এলাকায় পৌঁছালে যাত্রীরা পেছনের বগিতে আগুন দেখতে পান। পরে তাঁরা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।’
নিহত ৪ জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নাদিরা আক্তার পপি ও তাঁর ৩ বছরের ছেলে ইয়াসিন। পুড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।