পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পেয়ারা বেগম (২৬) ও মনির হোসেন (৩২)।
গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ি এলাকার রুহুল আমিনের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সকালে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। খবর সমকালের।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পেয়ারা বেগম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, রাতেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত আরও কিছু নাম এসেছে। মামলায় অন্তর্ভূক্ত করে তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।.