ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
ডিএমপি জানায়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তুরাগ থানাধীন কামারপাড়ার ট্রাফিক পুলিশ বক্স এলাকা থেকে আসামি আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবা বড়িসহ আমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।