তিন হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে শনিবার রাত ৩টা ৫০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে পরিহিত জিনসের প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধারের পর জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. রাজু শরীফ (২৮) জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক ইয়াবা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে থানা এলাকায় বিক্রি করে আসছিলেন।
শরীফের নামে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।