চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে তিন লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন শাখায় বুধবার অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ৩ লাখ ৫ হাজার ১০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ৯১ লাখ ৫৩ হাজার টাকা।
অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ অসহায়দের মধ্যে বণ্টন করা হয়।