নৌ পুলিশের অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়

দেশের তিন জেলায় অভিযান চালিয়ে সাড়ে আট লাখ মিটারের বেশি দৈর্ঘের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন নৌ পুলিশের সদস্যরা। এসব জালের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ টাকারও বেশি। ২৭ আগস্ট (শুক্রবার) এসব অভিযান পরিচালনা করা হয় বলে ২৮ আগস্ট (শনিবার) জানিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশ বলেছে, বরিশালের হিজল নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদী ও মেঘনা নদীর বিভিন্ন শাখায় ২৭ আগস্ট অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।

একই দিন চাঁদপুর সদর নৌ পুলিশ ফাঁড়ি, জেলার হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ি, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও মজু চৌধুরীঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে মোট ৭ লাখ ৩০ হাজার মিটারের বেশি দৈর্ঘের কারেন্ট জাল জব্দ করেছেন।

এদিকে পটুয়াখালীর পায়রাবন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরাও শুক্রবার মানিক নদী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার দৈর্ঘের কারেন্ট জাল জব্দ করেছেন।

জব্দ করা এসব কারেন্ট জাল মালিকবিহীনভাবে পাতানো অবস্থায় ছিল। জব্দ করার পর জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।