নাটোর থানা-পুলিশ ও জেলা ডিবির অভিযানে উদ্ধারকৃত চার্জার ভ্যান ও চার্জার রিকশা। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোর থানা-পুলিশের বিশেষ অভিযানে রাজশাহী থেকে তিনটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে নাটোর থেকে দুটি চার্জার রিকশা উদ্ধার করা হয়েছে।

অভিযানে আন্তজেলা চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ জুলাই নাটোর থানায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে একই দিন আসামি তৈয়ব আলীকে (৪৫) নাটোর থানাধীন স্টেশন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে নাটোর থানার চৌকস একটি টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহীর পুঠিয়া থানাধীন ধোপাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আইনাল হক ওরফে সাগরকে (৪২) তিনটি চোরাই ভ্যানসহ গ্রেপ্তার করে। ভ্যানগুলোর মধ্যে একটি মামলায় চুরি যাওয়া ভ্যান বলে বাদী শনাক্ত করেন।

অপরদিকে ডিবি নাটোরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ১০টা ২০ মিনিটে নাটোর থানাধীন বড়হরিশপুর জহুরুল হক রোডের আম ও কলাবাগানের ভেতর থেকে একটি চার্জার রিকশা উদ্ধার করে। একই দিন দুপুর সাড়ে ১২টায় বড়হরিশপুর হাইওয়ে থানার পূর্ব পাশে মহাসড়কের নিচ থেকে আরেকটি চার্জার রিকশা উদ্ধার করা হয়।