রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পরশুরাম থানা এলাকায় চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরশুরামের চিলারঝাড়, কোতোয়ালি থানা, হারাগাছ থানা ও গঙ্গাচড়া থানার বিভিন্ন এলাকায় বুধবার রাত ৮টা ৫০ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত চালানো অভিযানে ওই তিনজন গ্রেপ্তার হন।
গ্রেপ্তার তিনজন হলেন গঙ্গাচড়ার পশ্চিম মান্দাইলের নুর আলম (৫২), নিলকচন্ডীর সবুজ মিয়া (২৬) ও মৌভাষা মুন্সিটারীর লাল মিয়া (৪৫)। তাঁদের কাছ থেকে অটোরিকশা ছাড়াও উদ্ধার করা হয় ছয়টি চাকার রিং, দুটি এক্সেল, দুটি রিকশার হ্যান্ডেল ও একটি ফ্রক।
ওই তিনজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
গ্রেপ্তার তিনজনের নামে পরশুরাম থানায় একটি চুরির মামলা হয়েছে।