সুনামগঞ্জের দিরাই থানার পুকিডহর গ্রামে গত বুধবার জমি নিয়ে বিরোধে আরজু খান ও তাঁর চাচাতো ভাই হোসেন খান সাজুর লোকজনের মধ্যে গোলাগুলির ঘটনায় দুলাল খান (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ও দিরাই থানার ওসির নেতৃত্বে থানা-পুলিশের একাধিক টিম বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পুকিডহর গ্রামের মৃত ময়না খার ছেলে সাবাজ খাঁ (৪০), একই গ্রামের ছুরত খানের ছেলে ছয়ফুজ্জামান খান (২৪) এবং জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়া। এ সময় আসামিদের হেফাজতে থাকা ১টি পাইপগান, ২টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং লোহার তৈরি ২টি কিরিচ জব্দ করা হয়।
এ ছাড়া গত মঙ্গলবার একই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে সুমন চৌধুরী (৪০) এবং নুনু মিয়া চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিরাই থানা-পুলিশের গত বৃহস্পতিবার একটি পাইপগানসহ ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা জব্দ করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।