কুমিল্লার তিতাস উপজেলার মাজহারুল ওরফে মাসুম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৭) ও তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের পশ্চিমপাড়া চকের বাড়ির মো. মোশারফ হোসেন প্রকাশ মকবুল আহাম্মেদ প্রকাশ মুকুল মেম্বারের ছেলে মাসুদ রানা (৩৮)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, গত বুধবার রাতে তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামের মৃত মরম আলীর ছেলে মাজহারুল ওরফে মাসুমকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত মাসুমের মা মাসুদা আক্তার বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন। পরে বৃহস্পতিবার রাতে তিতাস থানার এসআই তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি এলাকায় মাসুমকে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।