সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
তাহিরপুর থানা-পুলিশের একটি টিম ৯ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। গড়কাটি গ্রামে পৌঁছানোমাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় অপর ব্যক্তি একটি হলুদ রঙের বস্তা ফেলে রেখে পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তির নাম জিয়াউর রহমান জিয়া। তিনি একজন মাদক কারবারি। তার শরীর তল্লাশি করে ১ বোতল মদ এবং পলাতক ব্যক্তির ফেলে যাওয়া হলুদ রঙের বস্তা থেকে ৪৪ বোতল মদ উদ্ধার করা হয়।
পরে এসব মদ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারি জানান, তিনি এবং পলাতক ব্যক্তি মিলন মিয়া, পরস্পর যোগসাজশে বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে পুলিশ এস্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।