সুনামগঞ্জের তাহিরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে তাহিরপুর থানাধীন কুকুরকান্দি এলাকার একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন আবুল কালাম, আ. রশিদ, আবুল কাশেম, আকাশ মিয়া, সাঞ্জব আলী, লায়েছ মিয়া, সাইফুল, জাহাঙ্গীর আলম ও মানিক মিয়া।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।