ঢাকার শেরেবাংলা নগর থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর জেলা পুলিশ।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলামের নির্দেশে সদর থানার ওসি মো. আসিকুজ্জামানের নেতৃত্বে ৩০ মার্চ রাত ১১টায় সদরের কলাখালী ইউনিয়নের পান্তাডুবি এলাকা থেকে অপহরণকারী মো. রফিকুল ইসলাম মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসির মোবাইলে অজ্ঞাতনামা একটি ফোনকলের সূত্র ধরে ওই অপহরণকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে অপহরণকারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজত থেকে অপহৃত চার বছরের শিশু আরিফকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার শেরেবাংলা নগর এলাকায় বিএনপি বস্তিতে ওই শিশুর বাসার পাশের একটা রুম ঘটনার ৪ দিন আগে ২৩ মার্চ ২০০০ টাকায় ভাড়া নেন এবং শিশুটিকে অপহরণের সুযোগ খুঁজতে থাকেন। ২৮ মার্চ শিশুটির মা চম্পা আক্তার কাজে গেলে তিনি শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে সুকৌশলে অপহরণ করেন। চম্পা সন্ধ্যায় বাসায় এসে শিশুটিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৯ মার্চ শেরেবাংলা নগর থানায় একটা জিডি করেন।
পিরোজপুর সদর থানা-পুলিশ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে আজ ৩১ মার্চ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে এবং আসামিকে শেরেবাংলা নগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।