ঢাকা জেলা ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আশুলিয়া থানা এলাকায় ১৪ জুন (বুধবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামির নাম ওবায়দুর রহমান (৪২)। তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানায়, ডিবির (উত্তর) একটি দল ১৪ জুন রাত পৌনে ৯টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুরকে ৫০০টি ইয়াবা, ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে।