ঢাকার দারুস সালাম এলাকায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। খবর ডিএমপি নিউজের।
তাঁরা হলেন মো. মাইনুউদ্দিন ও মো. মিজানুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে দারুস সালাম থানার গাবতলী বাঘবাড়ী এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, ঢাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে দারুস সালাম থানার গাবতলী বাঘবাড়ী এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়।
মধুসূদন দাস জানান, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।