রাজধানীর দারুস সালাম থেকে বিদেশি মুদ্রা, বাংলাদেশি পাসপোর্টসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা-পুলিশ। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন জসিম সরদার, ইমন মকদম, আবুল বাশার ও মো. মাইনুল ইসলাম নিবির।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১০০ ইউএস ডলার ২৪৮টি, ৫০০ সৌদি রিয়াল ২০টি, পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট ও বিশেষ কায়দায় এসব পরিবহনের জন্য ব্যবহৃত কিছু কালো স্কচটেপ জব্দ করা হয়।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দারুস সালাম থানার গাবতলী টু টেকনিক্যাল সড়কের গাবতলী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিশেষ কৌশলে অবৈধভাবে বিদেশি মুদ্রা (ডলার/রিয়াল) ও পাসপোর্ট বহন করছিলেন। তাঁদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে।