রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে চোরাই মোবাইল ফোন জব্দসহ একজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা-পুলিশ। তাঁর নাম মো. নীরব।
আজ শনিবার (১৩ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এক ব্যক্তি উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে রাজলক্ষ্মী ফুটওভারব্রিজের নিচে চোরাই মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে গোপন সংবাদ পাই। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে নীরবকে গ্রেপ্তার করা হয়।’
ওসি বলেন, এ সময় তাঁর কাছ থেকে ১১টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
এ-সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।
জব্দকৃত মোবাইল ফোনের মধ্যে যেগুলোর আইএমইআই নম্বর পাওয়া গেছে, সেগুলোর মডেলসহ দেওয়া হলো। যাঁদের মোবাইল ফোন, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-০৪১৭৮৯ অথবা ডিউটি অফিসার ০১৩২০-০৪১৭৯৬)।
১. Redmi note-6-pro – IMEI-1: 861250044621711. IMEI-2:861250046121710
২. Redmi 8A- IMEI-1: 865552046126540. IME1-2: 865552046126532
৩. Oppo CPH 1909- IMEI-1: 869897046178355. IME1-2 869897046178348
৪. SAMSUNG Galaxy J2 Prime- IMEI-1: 357161098014961. IMEL-2: 357162098014969
৫. Oppo A-12- IMEI-1: 860363045433654. IMEI-2: 860363045433647
৬. mi AI- IMEI-1: 860363045433654 IMEI-2 : 860363045433647
৭. Nokia, TA-1047- IMEI-1: 7356968097887127. IMEI-2: 356968097967127
৮. LAVA IRIS50- IMEI-1: 357686084842280. IMEI-2: 357686084842298
৯. একটি সাদা ও কালো রঙের টাচ মোবাইল ফোন, যার পেছনে সাদা এবং স্ক্রিন কালো, পাওয়ার্ড যুক্ত মডেল নম্বর লেখা নেই এবং আংশিক ভাঙা।
১০. একটি কালো রঙের Oppo টাচ মোবাইল ফোন, যা পাসওয়ার্ড যুক্ত এবং পেছনে Oppo designed for A -SERIES লেখা আছে।
১১. একটি গোল্ডেন কালারের টাচ মোবাইল ফোন, যার মডেল নম্বর লেখা নেই, পেছনে w সদৃশ দেওয়া আছে।