ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৫ বছর বয়সী এক শিশু অপহৃত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের নাম মো. শাহিন মিয়া (২২) ও মো. আব্দুর রহমান (২৭)। তাঁদের দুজনেরই বাড়ি মৌলভীবাজারে।
ঢাকা জেলা পুলিশ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৈলঘাট এলাকায় মফিজ মিয়ার বাড়িতে ফারজানা আক্তার (৩৪) পরিবারসহ বসবাস করেন। ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে ফারজানার শিশুছেলে নাঈমকে (৫) বাসার সামনে থেকে অজ্ঞাতপরিচয়ের ২/৩ জন লোক সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে। এরপর দুটি মোবাইল ফোন নম্বর থেকে ফোন করে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয় তারা।
এ ঘটনায় ফারজানা অজ্ঞাতপরিচয় অপহরণকারীদের বিকাশে ৫০০০ টাকা দেন। পাশাপাশি তিনি খোঁজাখুজিও চালিয়ে যান। কিন্তু কিছুতেই কিছু করতে না পেরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০ মে (সোমবার) মামলা করেন।
মামলার পরই মাঠে নেমে পড়ে পুলিশ। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে শিশু নাঈমকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের মূল হোতা শাহিন মিয়া (২২) ও সহযোগী আব্দুর রহমানকে (২৭) গ্রেপ্তার করে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।