রাজবাড়ীর কালুখালী থানা-পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। ওই আসামি তিন মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পাশাপাশি সাতটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তার আসামির নাম খান মো. আরিফুল হাবিব মিল্টন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি রাজবাড়ীর কালুখালীতে।
রাজবাড়ী জেলা পুলিশ জানায়, তিন মামলার সাজাপ্রাপ্ত ও সাত মামলায় পরোয়ানাভুক্ত আসামি খান মো. আরিফুল হাবিব মিল্টন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে রাজবাড়ীর কালুখালী থানা-পুলিশ ডিএমপির লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁকে ৮ সেপ্টেম্বর (শুক্রবার) আদালতে সোপর্দ করা হয়।