যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ফোন, একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের আংটি।
গত শনিবার (১ জুন) যশোর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং ছিনতাই করা মালপত্র উদ্ধার করা হয়।
আসামিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকার মাসুদ রানা (২৮), মো. রাকিব (২৪) ও মো. জাকির হোসেন (৩৫)।
ডিবি যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গত ৭ এপ্রিল অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন মোছা. রিপা খাতুন (২৭) নামের এক চাকরিজীবী নারী। অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি চেতনানাশক স্প্রে করলে জ্ঞান হারিয়ে ফেলেন ভুক্তভোগী। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি ফোন, একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি ও বেতন-বোনাসের ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তিরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী।
এই পুলিশ কর্মকর্তা জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। পরে যশোর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালপত্র উদ্ধার করা হয়।