যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।
গত শনিবার (১৮ মে) যশোর ও সাতক্ষীরার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকার মো. আল আমিন সরদার (৪৫), মোহাম্মদ আলী (৪২), খলিলুর রহমান বাবু (৪৪) ও মো. কামাল হোসেন (৩০)।
ডিবি যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গত ৯ এপ্রিল ভুক্তভোগী মো. রিপন হোসেন (৩৫) তাঁর মামার মোটরসাইকেল নিয়ে যশোর বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করাতে আসেন। কাজ শেষে মোটরসাইকেলটি খুঁজে পাননি তিনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।
তিনি জানান, তদন্তের একপর্যায়ে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীর মোটরসাইকেলসহ আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।