রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
বুধবার (১২ এপ্রিল) সকালে পল্লবীর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেটের সামনে থেকে আসামি ইসমাইল হোসেন মানিককে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।