রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
ডিএমপি জানায়, সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়ার বিআরটিসি মার্কেটের সামনে থেকে আসামি আলেয়া বেগম (৪০) ও ইতি বেগমকে (২৭) গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।