পুলিশি হেফাজতে দুই মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে সিংগাইর থানাধীন বড় কালিয়াকৈর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিংগাইর থানা এলাকার তপন সরকার (৪১) এবং মানিকগঞ্জ সদর থানা এলাকার মো. হেলাল মিয়া (৩৮)।

ডিবি মানিকগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তপনের কাছ থেকে ২৩ গ্রাম এবং হেলালের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।