মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল জব্দ করা হয়েছে। বুধবার বিকেলের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় এস আই বিশ্বজিৎ সরকারসহ ডিবি সদস্যরা কল্যাণপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা হয়েছে।