পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) জেলার ঈশ্বরদী থানাধীন মুলাডুলি বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকার মো. মমিনুল ইসলাম (২২) ও ফুলবাড়ী থানা এলাকার মো. রফিকুল ইসলাম (৩৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার মো. মাহতাব (৩৫)।
ডিবি পাবনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।