গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ও হ্যান্ডকাফ জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রোববার (১২ জুন) সন্ধ্যায় খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে আসামি মো. খাইরুল আলম ও মো. ফারুককে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. আনিচ উদ্দীন জানান, রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
তাঁদের অপরাধের কৌশল সম্পর্কে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেট করা ব্যক্তিকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে আসতেন। পরে নির্জন স্থানে নিয়ে সব লুটে নিতেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, খাইরুল একই অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন। আর ফারুকের নামে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
তাঁদের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।