রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ডিবির ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শরিফুল ইসলাম, মো. আরিফ, মো. আলাউদ্দিন, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. জাহাঙ্গীর আলম ও মো. জসিম।
গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ডিবি জ্যাকেটসদৃশ জ্যাকেট, এক জোড়া হাতকড়া, একটি খেলনা ওয়াকিটকি, একটি গামছা, একটি স্কচ টেপ, দুটি কাপড়ের ফিতা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
গত রোববার দুপুরে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আরিফুল ইসলাম পিপিএমের নেতৃত্বে মতিঝিলের হিরাঝিল হোটেলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় তাঁদের নামে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়েছে।