নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) নড়াইলের কালিয়া থানাধীন চাচুড়ী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি রবিউল ইসলাম ওরফে বিপুলের বাড়ি কালিয়া থানা এলাকায়।
ডিবি নড়াইলের ইনচার্জ সাব্বিরুল আলম জানান, একটি মামলায় আসামির ৬ মাসের সাজা ও ১০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।