রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।
সোমবার (২২ মে) বিকেলে শ্যামপুর থানাধীন মো. আরশ আলী আয়রন সুপার মার্কেট এলাকা থেকে আসামি মো. জোহাক, মো. হাসান ও মো. ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। শ্যামপুর থানায় করা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।