রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মোসা. বেবি আক্তার (৪৫)। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
ডিবি ওয়ারী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।