ঢাকা মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগের অভিযানে ৮ হাজার ১০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. খালেদ ও মো. নজরুল।
গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন পিপিএম জানান, আসামিদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করা হয়েছে।