রাজধানীর উত্তরায় ২ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
ডিএমপি জানায়, শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন শাহ মখদুম এভিনিউ সোনারগাঁও জনপদ এলাকা থেকে আসামি মো. আমিনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ হাজার ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।