রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
রোববার (২৮ মে) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন জিন্দাবাহার পার্ক এলাকা থেকে আসামি মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।