বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ জানুয়ারি) বগুড়া ডিবির পক্ষ থেকে জানানো হয়, বগুড়া ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বগুড়ার শাজাহানপুর থানা এলাকার মো. জাহিদুল ইসলাম (৩০) এবং গাইবান্ধার সাঘাটা থানা এলাকার মো. জাহাঙ্গীর আলম। আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম থানা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে ডিবির একটি দল বগুড়া ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জাহিদুল ইসলাম জানান, পলাতক সহযোগী আবুল কালামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি চুরি করেন তিনি। পরে অপর আসামি মো. জাহাঙ্গীর আলমের কাছে বিক্রি করেন।
আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।