সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০টি ইয়াবা বড়িসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন মহাজনপট্টির উদয়ন হার্ডওয়্যার নামের দোকানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামি দুজন হলেন সিলেটের এয়ারপোর্ট থানার শ্যামলনগরের ফয়ছল আহমদ (২৫) ও জেলার জালালাবাদ থানার কোরবানটিলার আলমগীর (২৬।
তাঁদের নামে সিলেট মডেল থানায় শুরুতে এজাহার হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।