ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসির সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল আমিন এসজিপি, বিজিবিএম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়ে জানতে চায় সেনাবাহিনীর প্রতিনিধিদল।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে। আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার, যা নিতান্তই কম। এরপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপির ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরনের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।