অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে. এন. রায় নিয়তির নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা মিডিয়াতে কর্মরত সকল সদস্যের মধ্যে এ প্রশিক্ষণ দেন। খবর ডিএমপি নিউজের।
সহকারী পুলিশ কমিশনার বলেন, শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ঝুঁকি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি থাকে।
প্রশিক্ষণ মহড়ায় আগুন কী, আগুনের প্রকারভেদ, কী কী উপাদান থাকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়, আগুন নেভানোর বাস্তব কৌশল ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
আগুন লাগলে তাৎক্ষণিক করণীয় বিষয়, অগ্নিকাণ্ডে ব্যক্তিনিরাপত্তা, সম্পত্তি নিরাপত্তা, মনস্তাত্ত্বিকভাবে মোকাবিলা করা ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারী সকলে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর কৌশল বিষয়ে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন।