ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ৫৬২টি ইয়াবা বড়ি, ৬২০ গ্রাম গাঁজা ও ৪ বোতল বিদেশি মদসহ আটজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (৬ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।