ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার সদস্যরা অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ওয়ান্ডার ইন হোটেলের সামনে থেকে আসামি মো. রনি মিয়া ও মো. রাকিবুল হাসান মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ রনি ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।