সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহর পরিবারকে ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিহত সফিউল্লাহর পরিবারের কাছে এই টাকা হস্তান্তর করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ ডিসেম্বর রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ সফিউল্লাহ। তাঁর মৃত্যুতে ডিএমপির বিভিন্ন সদস্য স্বেচ্ছায় অর্থ সহায়তা দেন। সেই তহবিলের ৩৫ লাখ টাকা এবং সফিউল্লাহর ব্যক্তিগত ৫ লাখ টাকাসহ সর্বমোট ৪০ লাখ টাকা দিয়ে কমিউনিটি ব্যাংকে তাঁর স্ত্রীর নামে এফডিআর খোলা হয়। এই টাকা দিয়ে সফিউল্লাহর পরিবারের ব্যয়ভার ও সন্তানদের পড়ালেখার খরচ চালানো হবে।
নিহত মোহাম্মদ সফিউল্লাহ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে।