পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৬ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
আইজিপি বলেন, ‘আমরা আজকে আমাদের ফোর্সের সঙ্গে ইফতার করছি। আমরা আমাদের পেশাদারত্ব ও দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের মন জয় করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের পেশাদারত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডিএমপি কমিশনার। এ সময় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।