ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে (কেপিআই/গার্ড) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
একই আদেশে ডিএমপির (পেট্রোল-রমনা) সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহাকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-তেজগাঁও), ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিমকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর) এবং (পেট্রোল-কোতোয়ালি) লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তরা) বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।