ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রোববার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। খবর ডিএমপি নিউজের।
পদায়ন করা কর্মকর্তারা হলেন ডিএমপির লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল কোতোয়ালি) মো. শাহিনুর ইসলামকে কোতোয়ালি জোনে, ট্রাফিক গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বাড্ডা জোন) ইমরান হোসেনকে তেজগাঁও জোন ও সিটি ইন্টেলিজেনস ও অ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সাইবার ইন্টেল) অমিত কুমার দাশকে ট্রাফিক বাড্ডা জোনে।